Header Ads Widget

Responsive Advertisement

ইসলামিক উপন্যাস মৃত্যুদূত | মৃত্যুর যন্ত্রণার কারন | ইসলামি উপন্যাস

 ইসলামিক উপন্যাস মৃত্যুদূত

মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে শায়েখ আব্দুল্লাহ আল মুনির এর অসাধারণ একটি ইসলামী উপন্যাস। 

ইসলামিক উপন্যাস মৃত্যুদূত

ইসলামীক উপন্যাস মৃত্যুদূত



ইসলামীক উপন্যাস মৃত্যুদূত এর কিছু অংশ

সোহান এক নজরে তাকিয়ে থাকে বৃদ্ধ লোকটির দিকে। মাথার চুল উষকো-খুষকে, পোশাক-আশাক বেজায় বেখাপ্পা। সব মিলিয়ে চেহারায় একটা পাগলাটে ভাব। সোহানের পাশের সীটে বসার পর থেকে বিভিন্ন উল্টো-পাল্টা প্রশ্ন করে তাকে বিরক্ত করছে এই বৃদ্ধ লোকটি। ধোপাখালী স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর থেকে সোহানের পাশের সীটটি খালিই ছিল। বেশ কিছুক্ষণ একা একা মুখ বুজে থেকে সে বিরক্ত হয়ে উঠেছিল। তার মনে হয়েছিল পাশে অন্য কোনো যাত্রী থাকলে তার সাথে বাক্যালাপ করে সহজে সময় পার করা যেতো। তার ধারণা এখন পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। দেখা যাচ্ছে পাশের যাত্রীটি বাক্যালাপের পরিবর্তে বাক্যের অপলাপ করে চলেছে। বাঁচাল প্রকৃতির লোকেরা মানুষকে কি রকম প্যাঁচালে ফেলতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে। এই লোকটির সাথে এসব অর্থহীন প্রশ্নোত্তরে জড়িয়ে পড়ার কোনো আগ্রহ আপাতত সোহানের নেই। সে এমন ভাব করে যেনো লোকটির কোনো কথা তার কানে ঢোকেনি। লোকটির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে থাকে সে। এটা তার ছোট বেলার অভ্যাস। কখনো বাসে বা ট্রের চড়ার সুযোগ হলেই সে উদাসভাবে জানালার দিকে তাকিয়ে থাকে। মানুষের জীবন যে কত বিচিত্র হতে পারে সেটা তখন সে অনুধাবন করে। একের পর এক গ্রাম-গঞ্জ, শহর, মাঠ-ঘাট, প্রান্তর অতিক্রম করে ট্রেন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাত্রা করে। এর মাঝে কত মানুষের কত রকম জীবনচিত্র ফুটে ওঠে। নানা মানুষের জীবনের মাঝে সোহান নিজের জীবনকে মিলিয়ে ফেলে। রাস্তার পাশে এক বৃদ্ধ মিঠাই বিক্রি করছে ৮/৯ বছরের একটা ছোট বাচ্চা তার কাছ থেকে মিঠাই ক্রয় করছে। পাশে আরেক জন বাদাম বিক্রি করছে। এক ঝাঁক পাখি দিগন্তে পাখা মেলে উড়ে যাচ্ছে। কখনও কখনও সারি সারি গাছ সকল দৃশ্যকে চোখের আড়াল করে দিচ্ছে। কিছুক্ষণ পরই নতুন কোনো দৃশ্য ভেসে উঠছে। হয়তো একটি খোলা মাঠে একপাল গরু-ছাগলের চরে খাওয়ার দৃশ্য বা ছোট বাচ্চাদের খেলা-ধুলার দৃশ্য। একেকটি দৃশ্য সামান্য সময়ের জন্য চোখে ভেসে উঠছে আবার সময়ের অতল সাগরে হারিয়ে যাচ্ছে। একের পর এক দৃশ্যের পট পরিবর্তন হচ্ছে অনেকটা সিনেমার দৃশ্যের মতো। তবে সিনেমার দৃশ্যগুলো হয় ধারাবাহিক, একটা দৃশ্যের সাথে অন্যটার সম্পর্ক থাকে। কিন্তু এই দৃশ্যগুলো বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। একটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নেই। হয়তো কখনও সম্পর্ক হবেও না। কিংবা কে জানে হয়তো সম্পর্ক রয়েছে। এগুলো তো এই পৃথিবী, প্রকৃতি এবং মানুষের জীবন চিত্রের সাথে সম্পর্কিত। প্রত্যেকটি ঘটনা তো অন্যটির সাথে সময়ের শিকলে বাঁধা। এভাবে চিন্তা করলে একটি দৃশ্য অন্যটি হতে কোনো ভাবেই আলাদা নয়।

এসব ভাবতে ভাবতে সোহান নিজেকে হারিয়ে ফেলে। সে এখন কোথায় আছে, কোথায় যাবে সব কিছু ভুলে যায়। পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি বেশিক্ষণ নীরবতা ধরে রাখতে পারলেন না। সোহানের দিকে চেয়ে তিনি বললেন,

- আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না!

ভাল একটা স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠলে মানুষ যেমন অপ্রস্তুত হয়ে যায় সোহানের সেই অবস্থা হয়। কিছুক্ষণ আমতা-আমতা করে সে বলে,

- কোন প্রশ্ন? কীসের প্রশ্ন?

- এরই মধ্যে ভুলে গেলে? আমি প্রশ্ন করেছিলাম, তুমি কি মৃত্যুকে বিশ্বাস করো?

এবার সোহানের সব কিছু মনে পড়তে থাকে। সে ধোপাখালী থেকে ট্রেনে উঠেছে মতিচুরে যাওয়ার জন্য। এই পন্ডিত ভাবাপন্ন বাঁচাল প্রকৃতির বৃদ্ধ লোকটি বেশ কিছুক্ষণ হলো তার পাশে বসেছে। এরই মধ্যে নিজের পাণ্ডিত্য জাহির করতে লোকটি কিছু জটিল প্রশ্ন করেছে এবং সোহান সদুত্তর দানে ব্যর্থ হলে লোকটি দার্শনিক কায়দায় এমন সব ব্যাখ্যা-বিশ্লেষণ শুনিয়েছে যা জ্ঞান বৃদ্ধির পরিবর্তে কেবলই বিরক্তির উদ্রেক করে। এধরনের বিরক্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সে অনেক চেষ্টা-চরিত্র করেছে কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে লোকটি আবার তাকে প্রশ্নের ফাঁদে জড়ানোর চেষ্টা করছে। তার এই প্রশ্নটি অবশ্য জটিল কোনো প্রশ্ন নয়। তবে এর মধ্যে বোকামী রয়েছে। মৃত্যুকে বিশ্বাস করে না এমন লোক কি পৃথিবীতে পাওয়া সম্ভব! হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই তো মৃত্যুকে বিশ্বাস করে। নিজের সামনে জ্বলজ্যান্ত মানুষ ছট-ফট করে মরে যায়। সন্ত্রাসীরা বোমা মেরে, গুলি করে কত লোক হত্যা করে। পত্র-পত্রিকায় এসব তো প্রায়ই হেডলাইন হয়। এসব দেখেও কি কেউ মৃত্যুকে অবিশ্বাস করতে পারে? কোনো পাগলের পক্ষেও এই প্রশ্ন করা সঙ্গত নয়। তবে এই লোকটির কথা ভিন্ন। তিনি দেখতে পাগলাটে ধরনের হলেও পাণ্ডিত্য জাহিরের চেষ্টা করছেন। এই প্রশ্নের আড়ালে তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। প্রশ্নের উত্তর দিলেই তিনি দার্শনিকের মতো সেটার ত্রুটি প্রমাণ করে সঠিক উত্তর প্রদান করে বাজিমাত করে দেওয়ার চেষ্টা করবেন। তার চেয়ে বরং প্রশ্নটি এড়িয়ে

মৃত্যুদূত উপন্যাসটি সম্পুর্ণ পড়তে পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে....

ইসলামীক উপন্যাস মৃত্যুদূত

ইসলামীক উপন্যাস মৃত্যুদূত



Post a Comment

0 Comments